অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

পাইপলাইন মেরামতের কথা বলে রাশিয়া ইউরোপে গ্যাসের সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এক ঘোষণায় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বিশাল জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম শনিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত সরবরাহ বন্ধ রাখার কথা বললেও এখন সেই সময়সীমা স্থগিত করেছে। এক প্রতিবেদনে এমন খবর জানিয়েছে আল জাজিরা। 

এর আগে গত বুধবার (৩১ আগস্ট) গ্যাজপ্রমের বরাত দিয়ে বিবিসি জানায়, নর্ডস্ট্রিম ওয়ান গ্যাস পাইপলাইন দিয়ে গ্যাসের সরবরাহ শনিবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত বন্ধ থাকবে।

কিন্তু নির্ধারিত সময় পার হলেও পাইপলাইনে গ্যাস ছাড়ছে না তারা। শুক্রবার এক বিবৃতিতে গ্যাজপ্রম জানিয়েছে, নর্ডস্ট্রিম দিয়ে গ্যাস প্রেরণ সম্পূর্ণ বন্ধ রয়েছে। পাইপলাইনের ত্রুটি না ঠিক হওয়া পর্যন্ত গ্যাস বন্ধ থাকবে। সম্ভাব্য কখন গ্যাস ছাড়া হতে পারে সে বিষয়েও কিছু বলেনি সংস্থাটি।

জার্মানির পক্ষ্যে অল্প সময়ের মধ্যে রাশিয়ার গ্যাসের বিকল্প জ্বালানি বের করা বেশ কঠিন বলে গত বৃহস্পতিবার মন্তব্য করেন দেশটির চ্যান্সেলর ওলাফ ওলাফ শলৎস।

রাশিয়া বলছে, ইউক্রেন ইস্যুতে পশ্চিমারা তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ করতে সমস্যা হচ্ছে। তবে কিছু ইউরোপীয় নেতার অভিযোগ- জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

রাশিয়া অবশ্য এমন অভিযোগ অস্বীকার করছে যে তারা জ্বালানি সরবরাহকে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।

আরএইচ/