আসামে মাদ্রাসা উচ্ছেদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
আসামরাজ্যে মাদ্রাসা উচ্ছেদ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ইউডিএফ সভাপতি, সাংসদ বদরুদ্দিন আজমল বলেন, এই ভাবে মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া বেআইনি। জেহাদির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, তা তাঁর দল ও চায়। তাই বলে মাদ্রাসা ভাঙা মেনে নেবেন না।
তিনি এনিয়ে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দেন। বিরোধিতায় সরব হয়েছেন রাইজর দলের সভাপতি, বিধায়ক অখিল গগৈ ও। তিনি জানতে চান, একজনের জেহাদি যোগ ধরা পড়লে মাদ্রাসা ভেঙ্গে দেওয়া হচ্ছে।
মন্ত্রী- অফিসারের দুর্নীতি ধরা পড়লে কি সচিবালয় গুঁড়িয়ে দেওয়া হবে? একই সুরে এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামের প্রশ্ন, জেহাদি যোগের অভিযোগে মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আলফা বা এনডিএফবি নেতারা যেসব স্কুলে পড়েছেন, সেগুলি কেন ভাঙা হচ্ছে না।
আসাম সিভিল সোসাইটি ও মাদ্রাসা ভাঙার প্রতিবাদ জানান। তাদের কথায়, জেহাদিদের গ্রেফতার করা হোক, কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। মাদ্রাসা ভাঙা বন্ধ করতে আর্জি জানান তাঁরা। আসাম মন্ত্রীসভার মুখপাত্র পীযুষ হাজারিকা বলেন, জেহাদি ইস্যুতে কোনও আপোস নয়, নইলে কিছুদিন পরে আসামে মানব বোমা ঘুরতে দেখা যাবে। এটা হতে দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্বশর্মা ও জানিয়েছেন, মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়া কোনও অভিপ্রায় তাঁর নেই। কিন্তু জেহাদি যোগের প্রমান পেলে সরকার কঠোরতম ব্যবস্থা নেবে।
আরএক্স/