এ হামলা ভয়ঙ্কর ও হৃদয়বিদারক: ট্রুডো


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


এ হামলা ভয়ঙ্কর ও হৃদয়বিদারক: ট্রুডো

কানাডায় ছুরি হামলার ঘটনা নিয়ে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, এ হামলা ভয়ঙ্কর ও হৃদয়বিদারক। তিনি বলেন, যারা তাদের আপনজনকে হারিয়েছেন এবং যারা আহত, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) কানাডার সাসকাচোয়ান প্রদেশে ফার্স্ট নেশন অধ্যুষিত এলাকায় ধারাবাহিক ছুরি হামলায় ১০ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন ১৫ জন। সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজছে পুলিশ। শহরের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে, পাশাপাশি সন্দেহভাজন কাউকে দেখলে কিংবা বিপদের আশঙ্কা করলে ৯১১-তে ফোন করতে বলা হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ রোববার জরুরি কলে সাড়া দিয়ে জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে ১০ জনকে নিহত অবস্থায় পেয়েছে।

সূত্র: সিএনএন, ডয়চে ভেলে, হিন্দুস্তান টাইমস

আরএইচ/