রাশিয়ায় ৬ পর্বতারোহীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাশিয়ার ক্লিউচেভস্কায়া সোপকা আগ্নেয়গিরিতে উঠতে গিয়ে ছয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কার্যক্রম বন্ধ রয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কামচাটকা উপদ্বীপের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও ছয়জন আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুজন পথ নির্দেশকসহ ১২ সদস্যের দলটি গত মঙ্গলবার ৪ হাজার ৭৫৪ মিটার উচ্চতার চূড়ায় তাদের আরোহণ শুরু করে। তারা সবাই রাশিয়ার নাগরিক।
যাত্রা শুরু চার দিন পর গতকাল শনিবার প্রায় ৪ হাজার মিটার উচ্চতা থেকে যাওয়ার পর চার পর্বতারোহী তাৎক্ষণিকভাবে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এর পরপরই আরও দুজন মারা যান।
আরএইচ/