‘গ্যাস আমদানি কমানোর সিদ্ধান্ত ভুল ছিল’
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
জলবায়ু বিপর্যয় ঠেকাতে ইউরোপের প্রাকৃতিক গ্যাস আমদানি কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো সেটি একটি ভুল ছিল।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (৫ সেপ্টেম্বর) রাশিয়ার ফার ইস্টের কামচাটকায় পরিবেশ বিষয়ক ফোরামের সভায় এ কথা বলেন।
পুতিন জোর দিয়ে বলেন, সমস্ত জাতি বায়ুমণ্ডলে গ্যাস নির্গমন হ্রাস করার পক্ষে, তবে সবকিছু সময়মতো করা উচিত। পুতিন বলেন, ‘আপনি যদি এগিয়ে যান, সস্তায় রাশিয়ান গ্যাস পান এবং তারপর নিজেই এ গ্যাসের সরবরাহ বন্ধ করে দেন এবং অবিলম্বে কয়লাচালিত জেনারেশনসহ পূর্বের নিন্দিত সমস্ত কিছুতে ফিরে যান--এটি অবশ্যই সেরা বিকল্প নয়।’
মে মাসে প্রকাশিত ‘রিপাওয়ারইইউ’ প্ল্যানের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ২০২৭ সালের মধ্যে রাশিয়ান জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার এবং এর নবায়নযোগ্য শক্তি উৎপাদনকে বাড়ানোর পরিকল্পনা করেছে।
কিছু বিশ্লেষক মনে করেন, ইউরোপে আকাশচুম্বী গ্যাসের দাম, যা এই শীতে শক্তির বিপর্যয় ডেকে আনতে পারে। এ আশঙ্কা কিছু রাজ্যকে কয়লা প্ল্যান্টে ফের আগুন দিতে এবং পারমাণবিক শক্তির ব্যবহার বাড়াতে বাধ্য করেছে৷
আরএইচ/