মমতা আমার বোনের মতো: শেখ হাসিনা
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হওয়ার আশা করেছি কিন্তু তা হচ্ছে না। দিল্লিতে গতকাল সোমবার বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত নৈশভোজে তিনি এসব কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘মমতা আমার বোনের মতো। ভেবেছিলাম, দিল্লি এলে দেখা হবে। কোনো কারণে এবার সেটা হলো না। তবে তার সঙ্গে তো যে কোনো সময়ই আমার দেখা হতে পারে।’
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে দেখা করার আশা জানিয়ে এর আগে মমতাকে চিঠিও দিয়েছিলেন শেখ হাসিনা। ওই চিঠিতে তিনি মমতাকে পদ্মা সেতু দেখার আমন্ত্রণ জানান। মমতার সঙ্গে আলোচনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলতে পারবে বলে রাজনীতি বিশ্লেষকদের ধারণা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন ৬ সেপ্টেম্বর হায়দরাবাদ হাউসে নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা ও একান্ত বৈঠকের কথা রয়েছে। দ্বিপক্ষীয় আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা আছে।
৮ সেপ্টেম্বর ঢাকায় ফেরার আগে রাজস্থানের খাজা গরিবে নেওয়াজ দরগাহ শরিফ ও আজমির শরিফ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।
আরএইচ/