প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের উন্নয়নমন্ত্রীর সাক্ষাৎ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের উন্নয়নমন্ত্রীর সাক্ষাৎ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়নমন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সফরকালীন আবাসস্থল ‘আইটিসি মৌর্যের মিটিং রুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে তারা বাংলাদেশ ও ভারতের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত উচ্চপর্যায়ের ব্যবসায়িক অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে অবকাঠামো, জ্বালানি ও পরিবহন খাতে বিনিয়োগে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি।

আরএইচ/