জয়পুরে পৌঁছালের প্রধানমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


জয়পুরে পৌঁছালের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের ভারত সফরের শেষ দিন আজ সকালে নয়াদিল্লি থেকে জয়পুর পৌঁছেছেন।    

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি ধেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে জয়পুর পৌঁছে ফ্লাইটটি।

জয়পুর থেকে আজমির যাবেন প্রধানমন্ত্রী। সেখানে খাজা গরীবে নেওয়াজ দরগার শরীফ পরিদর্শন শেষে রাতে ঢাকায় ফিরবেন।  

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে চার দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার (০৫ সেপ্টেম্বর) নয়াদিল্লি আসেন প্রধানমন্ত্রী।  

আরএইচ/