‘বিশ্বের বিপদ’ মোকাবিলা একসঙ্গে করতে হবে: গুতেরেস
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
বিপদে পড়া বিশ্বকে’ মোকাবিলায় সংহতি ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন উদ্বোধনকালে এ আহ্বান জানান তিনি।
সংঘাত, জলবায়ু পরিবর্তন, ভঙ্গুর বৈশ্বিক আর্থিক ব্যবস্থা, দারিদ্র্য, অসমতা, ক্ষুধা ও বিভক্তির কথা উল্লেখ করে গুতেরেস বলেন, শান্তি, মানবাধিকার ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে আমাদের কাজ নিয়ে বিপদের মুখে পড়েছি।
তিনি বলেন, অভিন্ন এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দরকার অব্যাহত সংহতি, যা আমরা এই সংস্থায় বৃহৎ অঙ্গীকার ও সম্ভাবনার মধ্য দিয়ে প্রদর্শন করি।
জতিসংঘের সাধারণ অধিবেশনে আগামী সপ্তাহে পর্যায়ক্রমে বক্তব্য রাখবেন বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক সরকার ও রাষ্ট্রপ্রধান।
সূত্র: এএফপি, টিআরটি ওয়ার্ল্ড
জেবি/ আরএইচ/