মেয়ে নিয়ে ছয় তলা থেকে লাফ দিয়ে তরুণীর আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মেয়ে নিয়ে ছয় তলা থেকে লাফ দিয়ে তরুণীর আত্মহত্যা

ছয় বছরের মেয়ের হাত ধরে ছ’তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ তরুণীর। পড়েই তৎক্ষণাৎ মৃত্যু মা ও মেয়ের। পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন ২৮ বছরের তরুণী। মুম্বইয়ের মীরা রোডের ঘটনা।

বহুতলের এক তলায় থাকেন তরুণী। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ মেয়ের হাত ধরে লিফটে উঠে ছাদে যান। কিছুক্ষণ পরেই জোরে শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষী এবং বহুতলের অন্য বাসিন্দারা।ছুটে এসে দেখেন, বহুতলের সামনেই পড়ে রয়েছে মা ও মেয়ের রক্তাক্ত দেহ। 

বহুতলের পাশেই তরুণীর স্বামীর মুদি দোকান রয়েছে। সেখানে ছুটে গিয়ে তাঁকে খবর দেন রক্ষী। শুনে ছুটে আসেন সুরেশ নামে ওই ব্যক্তি। স্ত্রী এবং সন্তানকে ভক্তিবেদান্ত হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

পণ্ডিত ভীমসেন জোশি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ। বহুতলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: আনন্দবাজার

আরএক্স/