ইউক্রেনে গোলাবর্ষণে নিহত ১৩


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইউক্রেনে গোলাবর্ষণে নিহত ১৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক শহরে গোলাবর্ষণে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এই শহরে হামলা ও প্রাণহানির এই ঘটনা ঘটে।

দোনেতস্ক শহরের রাশিয়ান সমর্থিত মেয়রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, টেলিগ্রাম মেসেঞ্জার অ্যাপে পোস্ট করা এক বিবৃতিতে দোনেতস্কের বিচ্ছিন্নতাবাদী মেয়র আলেক্সি কুলেমজিন বলেছেন, দোনেতস্কের কুইবিশেভস্কি জেলায় হামলায় দুই শিশুসহ ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, হামলায় আহতের সংখ্যা নিশ্চিত করা হচ্ছে।

রয়টার্স বলছে, দোনেতস্ক শহরটি ২০১৪ সাল থেকে রাশিয়ান-সমর্থিত দোনেতস্ক পিপলস রিপাবলিকের নিয়ন্ত্রণে রয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনী দোনেতস্কের উপকণ্ঠে অবস্থান ধরে রেখেছে এবং সাম্প্রতিক মাসগুলোতে এই শহরটি বারবার গোলাবর্ষণের শিকার হয়েছে।

জেবি/ আরএইচ/