সৈন্য সংযোজন শুরু করার ঘোষণা দিলেন পুতিন


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সৈন্য সংযোজন শুরু করার ঘোষণা দিলেন পুতিন

আংশিক সৈন্য সংযোজনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে জাতিরে উদ্দেশ্যে এক ভাষণে একথা বলেন তিনি। একইসঙ্গে বুধবার আংশিক সৈন্য সংযোজন সংক্রান্ত একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন পুতিন। 

তিনি ব্যাখ্যা করেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সামরিকবাহিনীতে সক্রিয় সেনার সংখ্যা বাড়ানো সুপারিশের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা আরটি।

পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের রুশ-নিয়ন্ত্রিত অঞ্চল রাশিয়ার অংশ হওয়ার বিষয়ে গণভোট আয়োজনের পরিকল্পনা ঘোষণা করার একদিন পর পুতিনের ভাষণ আসে।

পুতিন বলেন, আমরা আংশিক সৈন্য সংযোজনের কথা বলছি অর্থাৎ শুধুমাত্র যারা বর্তমানে রিজার্ভে আছেন তারা এবং যারা পূর্বে সশস্ত্র বাহিনীতে কাজ করেছেন তাদের একটি নির্দিষ্ট সামরিক বিশেষত্ব এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতাপূর্ণ ব্যক্তিরাই নিয়োগের জন্য মনোনিত হবেন। তিনি প্রতিশ্রুতি দেন যে সক্রিয় দায়িত্ব থাকা সেন্যদের মত তাদের সমস্ত সুবিধা সহ অতিরিক্ত প্রশিক্ষণ প্রদান করা হবে।

জাতির উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, তিনি রাশিয়ার ভূখণ্ড রক্ষা করছেন এবং পশ্চিমারা দেশটিকে ধ্বংস করতে চায়। বক্তৃতায় পুতিন কিয়েভকে তার পশ্চিমা মিত্রদের সরাসরি নির্দেশে শান্তি আলোচনা থেকে সরে আসার অভিযোগ এনেছেন। 

ভাষণে পুতিন রাশিয়ায় যুক্ত হতে চার ইউক্রেনীয় ভূখণ্ডে আসন্ন গণভোটের বিষয়েও মন্তব্য করেছেন। অঞ্চলগুলি রাশিয়ার অংশ হবে কিনা তা নিয়ে গণভোট ঘোষণা করেছে, শুক্রবার থেকে ব্যালট শুরু হওয়ার কথা রয়েছে। পুতিন বলেছেন, তার সরকার চারটি গণভোটের ফলাফলকে সম্মান করবে এবং ভোট প্রক্রিয়ার নিরাপত্তা দেবে।

পুতিন জাতির উদ্দেশ্যে একটি টেলিভিশন ভাষণে পশ্চিমকে সতর্ক করে বলেন, যদি তারা ‘পারমাণবিক ব্ল্যাকমেল’ বলে অভিহিত করে তবে মস্কো তার সমস্ত বিশাল অস্ত্রাগারের শক্তি দিয়ে জবাব দেবে। 

জেবি/ আরএইচ/