উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:০৫ পূর্বাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২২


উসকানি দিচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
আয়াতুল্লাহ আলি খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি অভিযোগ করেছেন মাহসা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভে দেশজুড়ে যে অস্থিরতার ঢেউ চলছে তাতে চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উসকানি দিচ্ছে। 

আজ সোমবার (৩ অক্টোবর) ইরানের সর্বোচ্চ এই নেতা বলেছেন, আমি স্পষ্টভাবে বলছি, এই দাঙ্গা এবং নিরাপত্তাহীনতা আমেরিকা, দখলদার, মিথ্যা ইহুদিবাদী ইসরায়েল এবং সেইসাথে তাদের অর্থপ্রদানকারী অ্যাজেন্ট ও বিদেশে কিছু বিশ্বাসঘাতক ইরানিদের সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছিল। 

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৬ সেপ্টেম্বর ইরানের নৈতিকতা পুলিশ ২১ বছর বয়সী মাহসা আমিনীকে গ্রেফতার করে। গ্রেফতারের বেশ কয়েক ঘণ্টার মধ্যে পুলিশি হেফাজত থেকে কোমায় নেওয়া হয় এই তরুণীকে। পরে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই মারা যায় মাহসা আমিনী।

আয়াতুল্লাহ খামেনি বলেন, ওই তরুণীর মৃত্যু আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। কিন্তু যা স্বাভাবিক নয় তা হল, কিছু লোক প্রমাণ বা তদন্ত ছাড়াই রাস্তা-ঘাটকে বিপজ্জনক করে তুলেছে, কোরআন পুড়িয়েছে, পর্দাহীন নারীদের হিজাব খুলে ফেলেছে এবং মসজিদ ও গাড়িতে আগুন দিয়েছে।

সূত্র: রয়টার্স

জেবি/ আরএইচ/