ফের বাড়লো স্বর্ণের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২২
আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। মূলত ডলারের বিনিময় মূল্য কিছুটা কমে আসায় অন্য মুদ্রার ক্রেতাদের কাছে বেড়েছে এর চাহিদা।
যে কারণে বাজারদরের ক্ষেত্রে এর ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে বলে জানা গেছে।
স্পট মার্কেটে গতকাল সোমবার স্বর্ণের দাম দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৬৭ ডলার ৮৯ সেন্টে।
অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৬৭৫ ডলার ৩০ সেন্টে।
সূত্র: রয়টার্স
জেবি/ আরএইচ