বাংলাদেশী যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিলেন ভারতীয় নেতা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৭:৫২ পূর্বাহ্ন, ৭ই অক্টোবর ২০২২
এক বাংলাদেশী যুবকের সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন আসামের আলফা নেতা অনুপ চেতিয়া। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত এক বাংলাদেশী যুবককে বিয়ে করেছেন আলফা নেতা অনুপ চেতিয়ার মেয়ে বন্যা বরুয়া।
পুরো পরিবারের সহযোগিতায় দুর্গা পূর্জার আনন্দের মধ্যে বিয়ে অনুষ্ঠিত হয় তাদের। অনুপ চেতিয়া আলফা নেতা হিসেবে প্রায় ২৮ বছর ধরে বাংলাদেশে ছিলেন। তিনি বাংলাদেশের কারাগারে ২০ বছরের ও বেশি সময় কাটিয়েছেন। অনুপ চেতিয়ার পরিবার সে সময় বাংলাদেশে ছিল।
বাংলাদেশের ঢাকার ধানমন্ডি আন্তর্জাতিক একটি স্কুলে পড়ার সময় বন্যা বরুয়ার সঙ্গে বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা অনির্বাণ চৌধুরীর পরিচয় হয়। বর্তমানে বন্যার বয়স ২৭ বছর এবং অনির্বাণ চৌধুরীর বয়স ৩০ বছর। অনির্বাণ বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
পুজোর সময়ে চেতিয়ার বাড়ি আসামের জেরাইগাঁওয়ে বিয়ে হয় দুজনের। বর ও কনের ইচ্ছার জবাবে বিয়েতে সম্মত হয় তাদের পরিবার। চেতিয়ার পরিবার নবদম্পতির জন্য বাংলাদেশের সকল মানুষের কাছে আর্শীবাদ চেয়েছেন।
আলফা নেতা অনুপ চেতিয়া বলেন, ঢাকার স্কুলে পড়ার সময় দুজনের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল। দুজনের বিয়ে সম্মতি নিয়েছেন। ২৮ বছর বাংলাদেশে আশ্রয় নিয়েছি। বাংলাদেশের মানুষের আতিথেয়তা ও ভালোবাসা আমি অনুভব করেছি একারণে বাংলাদেশের মানুষের প্রতি আমার দুর্বলতা রয়েছে। আমি এই বিয়েতে রাজি হওয়ার একটাই কারণ।
আরএক্স/