প্রেমিকাকে অর্ধমৃত অবস্থায় বস্তায় ভরে জঙ্গলে নিক্ষেপ


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১:৩৮ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২২


প্রেমিকাকে অর্ধমৃত অবস্থায় বস্তায় ভরে জঙ্গলে নিক্ষেপ
ছবি: ইন্টারনেট

পুজোয় অন‍্য যুবকের সঙ্গে প্রেমিকাকে ঘুরতে দেখে আশ্চর্যজনক কান্ড ঘটালেন প্রেমিক যুবক। গলা কেটে অর্ধমৃত অবস্থা করে বস্তা বন্দি করে জঙ্গলে ফেলে দিলেন ওই প্রেমিক। 


ঘটনাটি ঘটেছে আসামরাজ‍্যের কাছাড়জেলার বড়খলার ময়নাগড়ে। পুলিশ সঞ্জয় তেলি (২৭) নামে প্রেমিককে আটক করে। পুলিশ সূত্রে প্রকাশ, যুবতীকে বাগানের অন‍্য এক যুবকের সঙ্গে পূর্জায় ঘুরতে দেখে প্রেমিক সঞ্জয় ক্ষেপে ওঠেন। 


এ ঘটনার বদলা নিতে তাকে পুজো দেখার নাম করে গভীর জঙ্গলে নিয়ে যায়। জঙ্গলে ধর্ষণ করার পর গলায় ছুরিকাঘাত করে আহত অবস্থায় বস্তা বন্দি করে জঙ্গলে ফেলে পালিয়ে আসে। 


এদিকে খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় মেয়েকে উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ প্রেমিক সঞ্জয় তেলিকে গ্রেফতার করে। এ ঘটনার তদন্ত চলছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আরএক্স/