মাদ্রাসার তালা ভেঙ্গে ভেতরে পুজো


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৪:২০ পূর্বাহ্ন, ৮ই অক্টোবর ২০২২


মাদ্রাসার তালা ভেঙ্গে ভেতরে পুজো
ছবি: জনবাণী

দশেরার শোভাযাত্রা নিয়ে যাবার সময় কয়েকজন একটি মাদ্রাসার তালা ভেঙে ভেতরে ঢুকে পূর্জাপাঠ শুরু করে। এ ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ভারতের কর্ণাটকের বিদার। 


ঘটনার সূত্রপাত্র বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। গ্রেফতার করা হয়েছে ৪জনকে। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। প্রত‍্যক্ষদর্শীরা বিবৃতি উদ্ধৃত করে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, এদিন দশেরা উপলক্ষে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি শোভাযাত্রা বের করে। 


শোভাযাত্রা মাহমুদ গাওয়ান মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শোভাযাত্রায় অংশগ্রহণকারী কয়েকজন জয়শ্রীরাম ধ্বনি দিতে দিতে মাদ্রাসার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। সেখানেই তারা দশেরার পুজোর আয়োজন করে। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনা। 


ঘটনার কথা ছড়িয়ে পড়লে এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে সরব হয়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে মাদ্রাসার ভিতরে যারা ছিল তাদের ঘাড় ধরে বের করে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। 


অতিরিক্ত পুলিশ সুপার মহেশ মেঘান্নভার ঘটনার খবর দিতে গিয়ে জানান, বৃহস্পতিবার দশেরা উপলক্ষে একটি শোভাযাত্রা মাহমুদ গাওয়ান মাদ্রাসার পাশ দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী কয়েকজন মাদ্রাসার তালা ভেঙে ঢুকে সেখানে পূর্জাপাঠ করে। 


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে গ্রেফতার করে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। উভয় সম্প্রদায়ের মানুষকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।


আরএক্স/