এবার ডিজিটাল মুদ্রা চালু হচ্ছে ভারতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২:৩৩ পূর্বাহ্ন, ৯ই অক্টোবর ২০২২
ভারতের রিজার্ভ ব্যাংকের ডিজিটাল মুদ্রা চালুর বিষয়টি অনেকেরই জানা আছে। কারণ ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ডিজিটাল মুদ্রা চালুর ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ওই ঘোষণার পর থেকে মানুষ অপেক্ষায় দিন গুনছে।
গতকাল শুক্রবার (৭ অক্টোবর) সেই অপেক্ষার ইতি টানার ইঙ্গিত দিয়েছে আরবিআই। তারা জানিয়েছে, শিগগিরই পরীক্ষামূলক (পাইলট প্রকল্প) ‘ই-রুপি’ চালু করা হবে।
বিষয়টি নিয়ে একটি খসড়াপত্র প্রকাশ করা হয়। আরবিআই’র দাবি, প্রাথমিকভাবে শুধু বিশেষ কিছু ক্ষেত্রে ওই মুদ্রা ব্যবহার করা যাবে। এর মাধ্যমে ভবিষ্যতে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরো দক্ষ এবং সুরক্ষিত করে গড়ে তোলাই তাদের লক্ষ্য। সেই সঙ্গে আর্থিক প্রতারণা ঠেকানো।
আরবিআই বলেছে, সাধারণ মুদ্রার মতো পরিচালিত হবে ই-মুদ্রা, কিছুটা পরিবর্ধিত ব্যবস্থা হিসেবে। এমনভাবে তৈরি হবে, যাতে তা প্রায় কাগুজে মুদ্রার মতো হয়। চালুর প্রক্রিয়াও সহজে সামলানোর ব্যবস্থা করা হবে।
জেবি/ আরএইচ/