পর্যটক বোঝাই বাস গভীর খাদে: নিহত ১০


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৮:৫২ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২২


পর্যটক বোঝাই বাস গভীর খাদে: নিহত ১০
ছবি: জনবাণী

ফের ভয়াবহ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পর্যটক বোঝাই বাস। ১০ জন পর্যটক প্রাণ হারালেন। আহত একাধিক। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের আলুরি সীতারাম রাজু( এএসআর) জেলার ভানাজাঙ্গিতে। 


জানা যায়, শনিবার (৮ অক্টোবর) রাত ১টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটেছে। বিশাখাপত্তনম থেকে পাদেরুর দিকে যাচ্ছিল পর্যটক বোঝাই বাসটি। মাঝপথে ভানাজাঙ্গি এলাকায় দুর্ঘটনার কালে যাত্রী বোঝাই বাসটি পাহাড়ি রাস্তায় চলতে চলতে খাদের দিকে গাড়িয়ে যায় বাসটি। 


শেষ পর্যন্ত জঙ্গলের মধ‍্যে উল্টো অবস্থায় পড়ে পর্যটকদের বাস। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। তাঁদের উদ‍্যোগে উদ্ধার কাজ শুরু হয়। ঘটনাস্থল থেকেই ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। বাসের অন‍্যান‍্য যাত্রীদের আহত অবস্থা পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে মৃতদেহের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


আকাশ/