চাচিকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২২


চাচিকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ছবি: জনবাণী

২২ বছরের যুবক চাচিকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল‍্যের সৃষ্টি হয়েছে আসামরাজ‍্যের কাছাড়জেলার বড়খলা এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতের নাম জয়নাল আহমেদ মজুমদার। ঘটনাটি সংগঠিত হয়েছে বড়খলা বিধানসভার বদরপুর ১ম খন্ড গ্রামে। 


শনিবার (৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে মহিলা গরু আনতে গেলে জয়নাল ধানক্ষেতে ভিতরে গরু ঢুকেছে বলে জানায়। তিনি সরল বিশ্বাসে গরুর খোঁজে উচু ধানের ভিতরে ঢোকেন। জয়নাল ও তাঁর পিছনে পিছনে ভিতরে ঢোকে। সেখানে বলপূর্বক তার কাপড় খুলে দেয়, তাকে ধর্ষণ করে। 


পরে ধর্ষিতা কাকিমা সন্ধ‍্যায় বড়খলা থানায় উপস্থিত হয়ে ওসি মনমোহন রাউতকে পুরো ঘটনার বিবরণ জানান। ওসি ঘটনা শুনে যুদ্ধকালীন তৎপরতায় তদন্তে নেমে মোবাইল ট‍্যাকিংয়ের মাধ‍্যমে অভিযুক্ত জয়নালের অবস্থান বার করেন। 


৪ ঘন্টার মধ‍্যে বড়খলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দুর্গাপুর হিয়ারাপার এলাকার এক বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত জয়নাল বর্তমানে বড়খলা থানায় নিয়ে ব‍্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।


আরএক্স/