বাংলাদেশী পোশাক শিল্পের বাজার ধরে রাখতে হিমশিম খাচ্ছেন প্রবাসী ব্যবসায়ীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২:৩০ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২
বাংলাদেশের পোশাকশিল্প সংযুক্ত আরব আমিরাতে অনেক জনপ্রিয়। কিন্তু বাংলাদেশ থেকে এই পোশাক শিল্প আনতে গিয়ে বাংলাদেশের নৌ বন্দরে নানা সমস্যার পাশাপাশি এই দেশটিতে মাল ভর্তি কনটেইনার পৌঁছাতে এক থেকে দেড় মাস সময় লেগে যায়। এতে করে আমিরাতে এই পোশাক শিল্পের বাজার ধরে রাখতে প্রবাসী ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন।এই ব্যাপারে সরকারের সুদৃষ্টি দেওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেন বক্তারা।
বক্তারা বলেন, প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। তাদের প্রেরিত রেমিটেন্স দেশের অর্থনীতিতে অনেক অবদান রাখছে। অথচ তারা দেশে গেলে বিমান বন্দরে অনেক হয়রানির স্বীকার হতে হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) আজমান সানায়ায় বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওনার্স অ্যাসোসিয়েশন ইউএই কমিটি আজমান বাঙালি মার্কেট সামান্তা ফ্যাশন শো রুমে ঘোষিত অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন । আজমান বাঙালি মার্কেটের প্রবীণ ব্যবসায়ী সর্বজন স্বীকৃত জনাব রফিকুল ইসলামকে প্রধান উপদেষ্টা, সকলের প্রিয় এইচ. এম. কামরুজ্জামানকে সভাপতি, মোহাম্মদ ইমন সিনিয়র সহ-সভাপতি ও ব্যবসায়ী ও সংগঠক হাসান জাকিরকে সাধারণ সম্পাদক এবং ব্যবসায়ী সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয় উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সকলের প্রিয়, বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি, মাহাবুব পারফিউম ও টোকিও সেটের স্বত্বাধিকারী মাহাবুবুল আলম মানিক সিআইপি।
বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট সিকদার মোঃ সাফায়েত উল্লাহ, ব্যবসায়ী বারিকুজামান, মুকবুল হোসেন, আমজাদ হোসেন, মোশারফ হোসেন, শাকিল মাহমুদ, সাইদুল ইসলাম, শামীম আহমেদ, কবির মিয়া,আরিফ হোসেন, স্বপন মিয়া, হায়দার আলী, রাজু আহমেদ, জুয়েল, আজহার হাওলাদার, টিপু মিয়া, মশিউর রহমান, রাসেল, ইলিয়াস, মাসুদ, জাকারিয়া, আলমগীর, আবু কালাম প্রমুখ।
আরএক্স/