চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মহিলা গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২২
প্রতারণার অভিযোগে এক মহিলাকে আটক করেছে আসামরাজ্যের গুয়াহাটি মহানগরীর হাতিগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃত মহিলা হলেন ছয়মাইলের জিনা বেগম।
সমাজকল্যাণ বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে হাতিগাঁও থানায় মামলাদায়ের করার পর পুলিশ জিনা বেগমকে গ্রেফতার করেছে। জিনা বেগম সমাজকল্যাণ বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের অর্থ নেওয়ার অভিযোগ ছিল।
গ্রেফতার হওয়া মহিলা প্রায় ২০ জন যুবকের কাছ থেকে দুই কোটি টাকার বেশি সংগ্রহ করেছিল। মহিলার বাড়ি থেকে ১২টি ভুয়া নিয়োগপত্র ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এমনকি বেকারদের জাল নিয়োগপত্র ও দিয়েছে ওই মহিলা। সংবাদপত্রে নিয়োগপ্রাপ্তদের জাল তালিকা প্রকাশের অভিযোগ ও ছিল তার বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল, আতিকুর ও আরিফুল বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। ৩ জনেই চাকরির জন্য ১৯ লাখ টাকা দিয়েছিলেন। আর ৩ জন ভুয়া নিয়োগপত্র ও পান ভুক্তভোগীরা। হাতিগাঁও থানায় মামলা দায়ের করার পর পুলিশ নড়েচড়ে বসে।
আরএক্স/