এবার পুতিনের কঠোর হুঁশিয়ারি


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:৩৮ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২


এবার পুতিনের কঠোর হুঁশিয়ারি
ছবি: ইন্টারনেট

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) সেনাদের সঙ্গে রুশ সেনাদের সংঘর্ষ হলে তা বৈশ্বিক বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।  

গতকাল শুক্রবার(১৪ অক্টোবর) কাজাখস্তানে একটি সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি।


রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে কোনোভাবে যদি রুশ সেনাবাহিনীর সঙ্গে ন্যাটোর সৈন্যদের সরাসরি সংঘর্ষ হয় তা বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি যারা এটি বলছেন তারা এমন পদক্ষেপ নেবেন না।  


এর আগে, ইউক্রেনের চারটি অঞ্চলকে সংযুক্ত করার পরে পুতিন হুঁশিয়ারি দিয়েছিলেন যে রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করবেন। জাতিসংঘ চলতি সপ্তাহে পুতিনের ওই হুঁশিয়ারির নিন্দা জানিয়েছে।  


এদিকে ইউক্রেনে পারমাণবিক অস্ত্রের ব্যবহার মারাত্মক পরিণতি বয়ে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭। মঙ্গলবার (১১ অক্টোবর) হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি বিবৃতিতে এমনটি জানানো হয়।  


মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সম্প্রতি মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।  


সূত্র: এনডিটিভি

জেবি/ আরএইচ/