ফুপুর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে ভাইপোর মৃত্যু
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১১:৩৭ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২২
নিজের পিসির সাথে অবৈধ প্রেমের সম্পর্ক ছিল ভাইপোর, সে সম্পর্কে টানা পোড়নের জেরে মৃত্যু হল ভাইপো টোটোন কর্মকারের। এই ঘটনার ফলে উত্তেজিত জনতা ভাঙচুর করল সেই পিসির বাড়ি।
পাশাপাশি উত্তেজিত জনতাও পরিবারের লোকজন ওই মহিলার চুল পর্যন্ত কেটে নিলো। ভারতের পশ্চিমবঙ্গের মালদহের পুরাটুলিতে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই মহিলা মালদহের পুরাটুলির বাসিন্দা। স্থানীয়রা জানান, প্রায় ২ বছর আগে এই বিবাহিত মহিলা নিজের ভাইপোর সাথে জড়িয়ে পড়েন বিবাহ বহির্ভূত সম্পর্কে। পিসি ও ভাইপোর এই অবৈধ প্রেম বেশি দিন চাপা থাকেনি পরিবার ও প্রতিবেশীদের কাছে।
ঘটনাকে কেন্দ্র করে প্রবল অশান্তি শুরু হয় উভয় পরিবারের মাঝে। প্রেমিকা পিসিকে বিয়ের জন্য স্ত্রীর কাছে ডিভোর্স চান ওই যুবক। অপরদিকে পিসি ও তার স্বামীর থেকে বিচ্ছেদ চান। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে চরম অশান্তি শুরু হয় দুই পরিবারের মধ্যে।
মানসিক দিক দিয়ে ব্যাপকভাবে ভেঙে পড়েন ওই যুবক। এরই মধ্যে কিছুদিন আগে ওই যুবকের মৃতদেহ পাওয়া যায়। ঘটনার পর থেকে নিরুদ্দেশ হয়ে যান প্রেমিকা পিসি। শুক্রবার বাড়িতে ফিরে আসেন ওই মহিলা।
মহিলা বাড়ি ফিরে এলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মিলে চড়াও হন তার উপর। বেধড়কভাবে মারধর করার পাশাপাশি তার চুল ও কেটে দেওয়া হয়। ওই অবস্থাতেই সারা গ্রাম ঘোরানো হয় তাকে। যদিও ওই মহিলা দাবি করেছেন যে, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।
আরএক্স/