প্রেমিকার সঙ্গে দেখা করার আর্তি, থানার সম্মুখে আত্মহত্যার হুমকি
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৮:১৮ অপরাহ্ন, ১৬ই অক্টোবর ২০২২
রুপালি পর্দাকে ও হার মানায় এ দৃশ্য। হাতে ধারালো ছুরি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের পূজালি থানার সামনে ।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে দুঘন্টা দাঁড়িয়ে এক যুবক। মাঝে মাঝে নিজের গলায় ঠেকিয়ে ধরছে সেই ছুরি।
দাবি, তাকে প্রেমিকার সঙ্গে দেখা করতে দিতে হবে। কথা বলতে দিতে হবে একবার হলেও। এমন রোমিওকে দেখে স্তম্ভিত হয়ে যায় সাধারণ পথ চলিত মানুষ। অবাক থানার পুলিশকর্তারাও। জানা যায়, পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মায়াপুর গ্রাম পঞ্চায়েতের বিড়লাপুরের বাসিন্দা বছর বাইশের শেখ সোহেল পূজালির এক নাবালিকার প্রেমে পড়েছিল।
দীর্ঘ এক বছরের সম্পর্ক দুজনের। প্রায় মাসখানেক আগে ওই যুবক নাবালিকাকে নিয়ে চম্পট দেয়। দিন তিনেক একটি হোটেলে কাটিয়ে বাড়ি ফেরে প্রেমিক - প্রেমিকা। ছেলের বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নিয়েছে। নাবালিকার পরিবার পূজালি থানায় দুজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের ভিত্তিতে শেখ সোহেল ও তার বাবা শেখ নাজেশকে গ্রেফতার করে পুলিশ। আদালতের নির্দেশে পিতাপুত্রের জেল হেফাজত হয়। বারুইপুর সংশোধনাগারে পাঠানো হয় তাদের। বতর্মানে জামিনে মুক্ত দুজনই। সেই মামলার তদন্তকারী অফিসার তদন্তের স্বার্থে শুক্রবার নাবালিকা ও নাবালিকার বাবাকে থানায় ডেকে পাঠান। এদিকে প্রেমিকা থানায় রয়েছে এই খবর সোহেলের কাছেও পৌঁছায়।
তড়িঘড়ি সেও চলে আসে থানার সামনে। বাবা ও মেয়ে থানায় ঢোকার কিছুক্ষণ পর আচমকাই থানার উল্টো দিকে ছুরি হাতে দাঁড়িয়ে পড়ে যুবক। দাবি ভালবাসার মানুষটার সঙ্গে দেখা করতে চায়। একবার অন্তত তাকে কথা বলার সুযোগ দিতে হবে তার প্রেমিকার সঙ্গে। পুলিশ প্রশাসন এই ঘটনায় কিছুটা হতচকিত হয়ে যায়।
আতংকিত হয়ে পড়েন নাবালিকার বাবা ও। শেষ পর্যন্ত পুলিশি নিরাপত্তার ঘোরা টোপে বাবা ও মেয়েকে বাড়ি পাঠিয়ে দেয় পুলিশ। এদিকে, প্রেমিকা বাড়ি ফিরে গেলেও কোনওভাবেই বাগে আনা সম্ভব হচ্ছিল না নাছোড়বান্দা প্রেমিককে। প্রায় ঘন্টা দুয়েক পর সোহেল নিজের মোটর বাইকে চেপে চলে যাওয়ার উদ্যোগ নেয়। উপস্থিত পুলিশকর্মীরা তাকে পাকড়াও করেন।
প্রেমিকার সঙ্গে ছাড়াছাড়ির প্রতিশোধ নিতে কোনও অসৎ উদ্দেশ্যে সে এই নাটক করেছিল নাকি সত্যিই ভালবাসার টানে মনের মানুষের সঙ্গে কথা বলতেই এসেছিল, তা জানতে আটক যুবককে চলছে জিজ্ঞাসাবাদ।
আরএক্স/