নগ্ন করে বন্দুক দিয়ে মারধর করায় ওসি ও এস আই প্রত্যহার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২২
আসামরাজ্যের ডিব্রুগড় জেলার মরাণ থানার অফিসার ইনচার্জ বিজয় দৈমারির পর সাব ইন্সপেক্টর ভাবেন দত্তকে ও প্রত্যহার করা হয়েছে। থানার ভিতরে ১০ যুবককে প্রহারের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।
কোনো মামলা না করে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়। স্ত্রীকে গালিগালাজ করা সহ একদল যুবককে মারধর করেছেন ওসি বিজয় দৈমারি। যুবকরা কয়েকদিন আগে অরুণাচল প্রদেশের জি ফেস্টিভ্যাল থেকে ফেরার পথে মরাণের প্যাসিফিকা ইন নামে এক হোটেলে রাতে খাবার খাচ্ছিল।
ওই রাতে স্ত্রীকে নিয়ে হোটেলে খেতে যান ওসি। আর স্ত্রীকে লাঞ্চিত করার অভিযোগে যুবকদের রাতেই থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুসারে রাত ৩ টায় পার্থজ্যোতি মেস ঘর থেকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে মারধর করা হয়।
বিভিন্ন স্থান থেকে আরও ৮ সদস্যকে গ্রেফতার করা হয়। সদস্যরা হলেন যথাক্রমে জ্ঞানদীপ বরগোহাই, নিতুল দত্ত, অমূল্য রাজবংশী, হেমন্ত বরা, সুরুজ গগৈ, উজ্জ্বল বরুয়া, আসিফ উদ্দিন লহকর এবং কেভিন কাওয়াত সুক।
পুলিশ অফিসারের বিরুদ্ধে তাদের নগ্ন করে বন্দুক দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা ডিমৌ থানা ও মরাণহাট থানায় অভিযোগ দায়ের করেছেন।
আরএক্স/