স্কুল শিক্ষক ছেলে এবং মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৬:৪৮ পূর্বাহ্ন, ১৮ই অক্টোবর ২০২২


স্কুল শিক্ষক ছেলে এবং মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের অশোকনগরে উদ্ধার মা ও শিক্ষক ছেলের ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনা ঘিরে নানা রহস‍্য। 


সোমবার (১৭ অক্টোবর) সকালে বন্ধ ঘর থেকে  উদ্ধার  হল দুজনের ঝুলন্ত মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি সংগঠিত হয়েছে পশ্চিমবঙ্গের অশোকনগরের বিড়া বান্ধব পল্লী এলাকায়। মৃত ব‍্যক্তিদের নাম প্রমিত বিশ্বাস  ও সুনন্দা বিশ্বাস। 


৪৭ বছর বয়সি প্রমিত পেশায় একজন স্কুল শিক্ষক। তাঁর মা সুনন্দা বিশ্বাসের বয়স ৬৭ বছর পেশায় শিক্ষিকা ছিলেন বলে জানা যায়। প্রকাশ, রবিবার বিকেল পর্যন্ত পরিবারের বাকিদের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলে ছিলেন মা এবং ছেলে। তারপর হঠাৎ রবিবার রাতে সুনন্দা বিশ্বাস ঘরের জানালার সঙ্গে একই শাড়ির পাড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে দুজনকে ঝুলতে দেখতে পান বাড়ির বাকি সদস‍্যরা। 


তাড়াতাড়ি দুজনকে অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ এবং  দুশ্চিন্তার কারণেই আত্মহত্যা করেছেন মা ও ছেলে। তবে এর পিছনে অন‍্য কোন ও রহস‍্য আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। প্রমিতের মা সুনন্দা বিশ্বাস একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। 


তাঁরা কি একসঙ্গে আত্মহত্যা করলেন? নাকি মৃত্যুর পিছনে অন‍্য কোনও কারণ আছে, তা তদন্ত করে দেখছে অশোকনগর থানার পুলিশ। বাড়ির সদস্যদের দাবি, বিগত বেশ কিছুদিন ধরেই মানসিক সমস‍্যায় ভুগছিলেন প্রমিত বিশ্বাস। মাঝে মাঝে তিনি অসংলগ্ন কথা বলতেন বলেও জানা গেছে। তা সত্ত্বেও তিনি নিয়মিত স্কুলে যেতেন। প্রতিবেশীদের দাবি, ছেলের অসুস্থতা নিয়ে চিন্তিত ছিলেন মা সুনন্দা বিশ্বাস ও।


আরএক্স/