বাংলাদেশি ২ নাবালককে ফিরিয়ে দিল বিএসএফ
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ১২:৫৬ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২
ভুল করে ভারতে প্রবেশ করা বাংলাদেশের ২ নাবালককে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকদের হাতে তুলে দিল বিএসএফ।
সোমবার (১৭ অক্টোবর) ঘটেছে আসামরাজ্যের করিমগঞ্জজেলার ফুলবাড়ি সীমান্তে। বিএসএফ সূত্রে জানা যায়, বাংলাদেশের ২ নাবালকের বাড়ি জুড়ি উপজেলায়। সীমান্ত প্রহরার সময় ওই দুই বাংলাদেশি নাবালক ভারতে ঢোকার সময় বিএসএফের ১৩৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাকে আটক করেন।
দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মাথায় রেখে বিষয়টি নিয়ে বিজিবি কর্তাদের অবগত করা হয়। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তাদের মধ্যে একটি বৈঠকের পর সীমান্তের জিরো লাইনে বিএসএফের পক্ষ থেকে ৫২ নং বিজিবি হাতে তোলে দেওয়া হয়।
আরএক্স/