চার সন্দেসভাজন জিহাদি গ্রেফতার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০১:১৫ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২
আসামরাজ্যে জেহাদিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশবাহিনী। এবার নলবাড়ি এবং তমুলপুর থেকে মঙ্গলবার (১৮ অক্টোবর) পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ জিহাদিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার করা সন্দেহভাজন জিহাদির দুজনের তথ্য পাওয়া গেছে। একজন বরপেটা জেলার হাউলির বাসিন্দা ছাদেক আলী (৩৪) এবং অপরজন নলবাড়িজেলার জাকিবুল আলী (২৩)।
আর দুজন তামুলপুরের দারাঙ্গ মেলায় বসবাস করে জিহাদি তৎপরতা চালাচ্ছিল। ছাদেক তামুলপুর জেলার ডোঙ্গারগাঁও এর একটি মাদ্রাসার শিক্ষক ছিলেন। তাদের দুজনকে আনসারুল্লাহ বাংলা টিম এবং একিউআইএস গ্রুপের সদস্য বলে সন্দেহ করা হয়।
আরএক্স/