পুলিশের হাতে ৩ কোটি টাকার গাঁজা উদ্ধার
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:০০ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২
আসামরাজ্যের করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি পুলিশের হাতে বাজেয়াপ্ত হল লরি বোঝাই প্রায় ৩ কোটি টাকার গাঁজা। এ মর্মে চুরাইবাড়ি পুলিশ ওয়ার্চ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাস জানান।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ত্রিপুরা রাজ্য সীমান্ত পাড়ি দিয়ে একটি লরি আসাম চেক পোস্টে পৌঁছে। তখন কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িটিতে তল্লাশি চালান। এতে লরির ভিতরে থাকা সেকেন্ড হ্যান্ড পাটের বস্তার ভিতর থেকে ৩ টন ২ কুইন্টাল ৪৩ কেজি গাঁজা উদ্ধার হয়।
যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি ৩০ লক্ষ টাকার মত হবে। সঙ্গে গাড়ি চালক মানিক সিংহকে আটক করা হয়েছে। তার বাড়ি ত্রিপুরা আমতলির ভোলাগিরিতে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চালক জানায়, গাঁজা গুলো আগরতলার গুলবাজার থেকে সংগ্রহ করে গুয়াহাটি যাবার উদ্দেশ্যে রওয়ানা দেয়।
এব্যাপারে পুলিশ সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত অব্যাহত রেখেছে। ধৃতকে এদিন রাতে বাজারিছড়া থানায় সমঝে দেয় চুরাইবাড়ি পুলিশ।
আরএক্স/