মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু!
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৬:০৫ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২২
ভারতের কেদারনাথে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা। ভেঙে পড়ল যাত্রীবাহী হেলিকপ্টার। বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল।
পাহাড়ের ঢালে উদ্ধার কাজ শুরু হয়েছে। সূত্রে প্রকাশ, পাইলট সহ ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ফাটা এলাকা থেকে কেদারনাথের উদ্দেশ্যে কপ্টারে রওনা হয়েছিলেন মোট ৮ জন।
রুদ্রপ্রয়োগের কাছে গরুড় চটির কাছে মঙ্গলবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী কপ্টারটি। এখান থেকে কেদারনাথ মাত্র ২ কিলোমিটার দূরে। সকলের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। উদ্ধারকারী দলের সূত্রে জানা যায়, ৭ জনের দেহ উদ্ধার হয়েছে।
তার মধ্যে ২ জন পাইলট। খারাপ আবহাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক অনুমান। এনিয়ে শোকাবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
আরএক্স/