চিকিৎসকের সুপারিশ

আরব সম্মেলনে অংশ নিবেন না প্রিন্স সালমান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:১৯ পূর্বাহ্ন, ২৪শে অক্টোবর ২০২২


আরব সম্মেলনে অংশ নিবেন না প্রিন্স সালমান
ফাইল ছবি

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবারের আসন্ন আরব সম্মেলনে যোগ দিচ্ছেন না বলে জানা গেছে। চিকিৎসকের সুপারিশের প্রেক্ষিতে তিনি এই সম্মেলন থেকে দুরে থাকছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় সংবাদমাধ্যম।


আজ রোববার (২৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।


তারা প্রতিবেদনে বলেন, চলতি বছরের আরব সম্মেলন আলজেরিয়ায় অনুষ্ঠিত হবে এবং তা আগামী ১ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে। আর তাই মোহাম্মদ বিন সালমানের সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি স্বাগতিক দেশ হিসেবে নিশ্চিত করে আলজেরিয়া।


রয়টার্স বলছে, আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় শনিবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান আগামী ১ নভেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনে যোগ দেবেন না। চিকিৎসকের সুপারিশ মেনে ভ্রমণ এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


বিবৃতিতে আরও বলা হয়েছে, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে ফোন কলে কথা বলার সময় ‘আরব সম্মেলনে যোগ না দেওয়ার জন্য নিজের দুঃখ প্রকাশ করেছেন’ সৌদি আরবের প্রকৃত শাসক প্রিন্স মোহাম্মদ।


পরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় দুই নেতার মধ্যে টেলিফোনে কথোপকথনের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তবে ওই বিবৃতিতে ক্রাউন প্রিন্সের আরব সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি।


আগামী ১-২ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১তম আরব শীর্ষ সম্মেলন অনুীষ্ঠত হবে। এতে আরব দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন।

জেবি/ আরএইচ