পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে ধর্ষণ


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২২


পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে ধর্ষণ
ধর্ষণকারী

২ সন্তান জননীকে ধর্ষণ এবং বিষপান করে ওই গৃহবধূ হাসপাতালের বিছানায় শয‍্যাশায়ী হয়ে চিকিৎসাধীন হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের আসামরাজ‍্যের মরিগাঁও জেলার মায়াংয়ে। মায়াংয়ের খুলভরিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটেছে। 


জানা যায়, ধর্ষণকারী মোজাম্মিল হোসেন (২৮) নামের যুবক গৃহবধূর পরিবারের সদস‍্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে নাবালিকা মেয়েকে ১০ টাকা দিয়ে জিনিস আনার বাহানায় দোকানে পাঠিয়ে ধর্ষণ করে। 


সে সময় মেয়েটি ও দোকান থেকে এসে এসব কান্ড দেখতে পায়। লোক লজ্জার ভয়ে কেউই মুখ খোলেননি। কিন্তু মেয়ে দেখে ফেলায় ওই গৃহবধূ মহিলা লজ্জায় বিষপান করে মরে যাওয়াই শ্রেয় মনে করেন। 


ঘটনাটি প্রকাশ‍্যে আসার পর পরই ধর্ষিতার পরিবারের সদস‍্যরা পুলিশের দ্বারস্থ হন। তারা মায়াং থানায় ধর্ষণকারী মোজাম্মিল হোসেনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও মোজাম্মিল হোসেন পলাতক রয়েছে।


আরএক্স/