মাঝ-আকাশে যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১:২৪ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২
সাইবেরিয়া অঞ্চলের ইরকুৎস্ক শহরে আবাসিক ভবনে রুশ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় দুই পাইলট নিহত হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে রাশিয়ায় দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটল।
গত রবিবার (২৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধ বিমান বিধ্বস্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে মাঝ-আকাশে বিমানটিতে আগুন ধরে গেছে। পরে আগুনের কুণ্ডলীর আকারে খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে সেটি। এ সময় বিমান বিধ্বস্তের স্থান থেকে আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
ইরকুৎস্ক শহরের গভর্নর ইগোর কোবজেভ বলেন, বিমানটি শহরের একটি দ্বিতল বাড়িতে বিধ্বস্ত হয়েছে। ভবনের কোনো বাসিন্দা আহত হয়নি।
এ নিয়ে গত এক সপ্তাহের মধ্যে রাশিয়ার দুটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটল। তিনি বিমান বিধ্বস্তের একটি ভিডিও প্রকাশ করেছেন। এতে দেখা যায়, অগ্নিনির্বাপক কর্মীরা বিধ্বস্ত যুদ্ধবিমানের আগুন নেভানোর চেষ্টা করছেন। এ সময় ধ্বংসাবশেষে তল্লাশি চালাতেও দেখা যায় তাদের।
দেশটির কর্মকর্তারা বলেছেন, রুশ যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০ বিধ্বস্ত হয়েছে। বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসাবে উড্ডয়ন করেছিল।
এর আগে, গত সোমবার ইউক্রেনের সীমান্ত লাগোয়া রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ইয়েস্কে একটি সুখোই এসইউ-৩৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অন্তত ১৫ জন নিহত হন।
সুত্র আল জাজিরা ।
কে/আই/