ভারত- পাকিস্তান ম‍্যাচ উপভোগ করতে গিয়ে যুবকের মৃত্যু


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৫:৩২ পূর্বাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


ভারত- পাকিস্তান ম‍্যাচ উপভোগ করতে গিয়ে যুবকের মৃত্যু
ছবি: সংগৃহীত

 টি- টোয়েন্টি বিশ্বকাপের পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম‍্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ এবং স্বাসরুদ্ধকর। এই জয়ে দীপাবলির আনন্দ বাড়িয়ে দেয়। 


আনন্দের মধ‍্যেই ঘটে গেল অঘটন আসামরাজ‍্যের শিবসাগরে। রবিবার (২৩ অক্টোবর) ভারত- পাকিস্তানের ম‍্যাচটি দেখানো হয় ভাটিয়াপারের ভাস্করজ‍্যোতি সিনেমা হলে। হলে রোমাঞ্চকর ভারত - পাকিস্তান ম‍্যাচ উপভোগ করতে গিয়ে মৃত্যু হয় বিটু গগৈ (৩৪) নামে এক যুবকের। 


শিবসাগরের গণকপট্রির বাসিন্দা বিটু গগৈ। জানা যায়, ভারত যখন ব‍্যাটিং করছিল, বিটু গগৈ তার চেয়ার থেকে উঠে অত্যন্ত উত্তেজনাপূর্ণ শেষ ওভারে চিৎকার করেছিলেন। 


তারপর হঠাৎ করেই বুকে চেপে বসে পড়ল যুবকটি। সঙ্গে সঙ্গে শিবসাগর হাসপাতালে নিয়ে গেলে পথেই তার মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।


আরএক্স/