করিমগঞ্জ সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ


Janobani

সুজন চক্রবর্তী, আসাম (ভারত)

প্রকাশ: ০৯:১৩ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


করিমগঞ্জ সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিলো বিএসএফ
ছবি: জনবাণী

ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) দীপাবলির শুভেচ্ছা বিনিময় করলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।


করিমগঞ্জ জেলার সুতারকান্দির ভারত- বাংলাদেশ সীমান্তে দীপাবলি উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) জওয়ানদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন বিএসএফ জওয়ানরা। 


দীপাবলি উপলক্ষে দুই দেশের সীমান্ত  সুতারকান্দি ও শেওলা সীমান্তে কর্তব্যরত ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ বাহিনীর সদস‍্যদের মধ‍্যে শুভেচ্ছা বিনিময় হয়। 


এধরনের অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়ের মাধ‍্যমে সম্পর্ক আরও মজবুত হয়, যা সীমান্তে শান্তি ও সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে সহযোগিতা করবে দাবি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্তৃপক্ষের। 


উল্লেখ্য, প্রতিবছর প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ, দীপাবলি সহ বিভিন্ন অনুষ্ঠানে সুতারকান্দি সীমান্তে উভয় দেশের জওয়ানদের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ হয়ে থাকে।


আরএক্স/