মিয়ানমারে গানের জলসায় সেনাবাহিনীর বোমা হামলা: নিহত ৮০


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ২৫শে অক্টোবর ২০২২


মিয়ানমারে গানের জলসায় সেনাবাহিনীর বোমা হামলা: নিহত ৮০
জলসার ধ্বংসস্তূপ

মিয়ানমারের কাচিন এলাকায় আয়োজিত হয়েছিল ওই গানের জলসায় হামলা চালায় সেনাবাহিনী। তাতে যোগ দিয়েছিলেন গানের বহু শিল্পী, ব্যান্ড, তাঁদের গান শুনতেও এসেছিলেন বহু মানুষ। আচমকাই সেখানে আকাশপথে হামলা চালায় সেনাবাহিনী।


গানের জলসায় আকাশ পথে হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা করল মায়ানমারের সেনা। রবিবার (২৩ অক্টোবর) মায়ানমারের কাচিনে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দর্শক থেকে শিল্পী, সকলেই রয়েছেন।


ছুটির দিন গানের জলসার আয়োজন করেছিল মায়নামারের সংখ্যালঘু সম্প্রদায়ের একটি সংগঠন। জলসা চলছিল, সেখানে গানও গাইছিলেন শিল্পীরা। চলছিল, হাততালি, হুল্লোড়। গণ্যমান্য বহু অতিথি ছিলেন আমন্ত্রিতদের আসনে। জমে উঠেছিল সংগঠনের জন্মদিনের উদ্‌যাপন অনুষ্ঠান। কিন্তু কয়েক মুহূর্তে এই দৃশ্যপট বদলে গেল। দেখা গেল, অতিথিরা আসন থেকে ছিটকে পড়েছেন মাটিতে। রক্তাক্ত শরীর। গানের মঞ্চও ভেসে যাচ্ছে রক্তে। সেখানে পড়ে রয়েছে ছিন্নভিন্ন হয়ে যাওয়া কতগুলো শরীর। দর্শক আসনে নেতিয়ে পড়ে রয়েছ সার সার দেহ। রবিবার মায়ানমারের কাচিনে একটি গানের জলসায় এমনই হামলা চালাল দেশের জুন্টা সরকারের সেনাবাহিনী।


ওই হামলায় কেআইও-র সশস্ত্র বাহিনীর অনেকেই মারা গিয়েছেন। মৃত্যু হয়েছে অনুষ্ঠানে উপস্থিত বহু ব্যবসায়ীর, মঞ্চে থাকা গায়ক, কি-বোর্ড প্লেয়ার-সহ বহু শিল্পীর। মৃত্যু হয়েছে বহু সাধারণ মানুষেরও।


সূত্র: আনন্দবাজার


আরএক্স/