Logo

পিএসজির স্বপ্নভঙ্গ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
50Shares
পিএসজির স্বপ্নভঙ্গ
ছবি: সংগৃহীত

ফরাসি কাপের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি থেকে নিসের কাছে হেরে ছিটকে গেল পিএসজি। টাইব্রেকারে মাওরিসিও পচেত্তিনোর দলকে হারিয়ে ফরাসি কাপের কো...

বিজ্ঞাপন

ফরাসি কাপের রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি থেকে নিসের কাছে হেরে ছিটকে গেল পিএসজি। টাইব্রেকারে মাওরিসিও পচেত্তিনোর দলকে হারিয়ে ফরাসি কাপের কোয়ার্টার-ফাইনালে গেল নিস।

সোমবার রাতে প্যারিসের নিজেদের মাঠে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে প্রতিযোগিতাটি থেকে বিদায় নেয় চ্যাম্পিয়ন পিএসজি। এই পরাজয়ে পিএসজি কোচ মরিসিও পচেত্তিনোর দায়টা কম নয়। নেইমার নেই, তার ওপর ফরাসি কাপের শেষ ষোলর ম্যাচে শুরু থেকে খেলাননি দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপেকেও। গোলহীন ষাট মিনিটেরও বেশি সময় পার হওয়ার পর মাঠে নামান এমবাপেকে। এদিন ১০ নম্বর জার্সি পরে একাদশে নামেন লিওনেল মেসি। কিন্তু দশ নম্বরসুলভ খেলাটা তিনি দেখাতে পারেননি। পিএসজির বিবর্ণ প্রথমার্ধে যে একমাত্র শটটা নিয়েছিলেন তা তিনিই নিয়েছিলেন। তাতে ফল আসেনি।

বিজ্ঞাপন

বিরতির পরও প্রতিপক্ষ বিপদসীমা পর্যন্ত বল নিয়ে যেতে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছিল পিএসজিকে। ৬৪তম মিনিটে মাউরো ইকার্দিকে তুলে কিলিয়ান এমবাপেকে নামান পিএসজি কোচ। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে গোলের দেখা না পাওয়ায় খেলা গড়ায় পেনাল্টি শুটআউটে। মেসি-এমবাপের সফল পেনাল্টিতে শুরু করলেও শেষ হাসিটা হাসতে পারেনি পিএসজি। তৃতীয় পেনাল্টিতে মিস করে বসেন আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস। গোলরক্ষক মার্চিন বুকা তার শট ঠেকিয়ে দেন। অন্যদিকে, নিজেদের প্রথম তিন শটে বল জালে পাঠায় নিস।

নিসের পরের শট ঠেকিয়ে আশা জাগিয়েছিলেন পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা। পরের তিনটি করে শটে দুই দলই গোল পায়। কিন্তু শেষতক মিস করে বসেন পিএসজির জাভি সিমোন্স। তাতেই ফরাসি কাপ থেকে বিদায় নিশ্চিত হয় পিএসজির। 

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD