কথা কাটাকাটি নিয়ে দমকল কর্মীকে হত্যা
সুজন চক্রবর্তী, আসাম (ভারত)
প্রকাশ: ০৩:১৭ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২২
ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে মর্মান্তিক খুনের ঘটনা ঘটেছে। এক দমকল কর্মী যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। জানা যায়, মৃত যুবকের নাম তুহিন শুভ্র ঘোষ।
তিনি দমকল বিভাগের কর্মী ছিলেন। রানাঘাটে কর্মরত ছিলেন এই যুবক। বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে চলছিল কালী পুজোর বিসর্জন পর্ব। প্রায় সারারাত বিসর্জন চলেছে বলে জানা যায়।
রাত আনুমানিক ২টার নাগাদ নদিয়ার কৃষ্ণনগর শহরের আলিঙ্গন ক্লাবের সদস্যরা তাদের প্রতিমা বিসর্জন দিতে। রাজবাড়ি ঘুরে জলঙ্গি ঘাটের দিকে যাওয়ার কথা ছিল তাদের। তুহিন শুভ্রঘোষ এই দলের সঙ্গেই প্রতিমা বিসর্জন দিতে যাচ্ছিলেন। সেই সময় দেখা যায় কিছু যুবক ওই এলাকায় মদ্যপান করছেন।
সেখানে কিছু কথা কাটাকাটি হয়। এরপরেই ওই যুবকরা ধারালো অস্ত্র এবং দা দিয়ে তাড়া করে। প্রথমে আঘাত করে মাথায় এরপরে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয় বলেও জানা যায়। সেখানেই লুটিয়ে পড়েন ওই যুবক। এর কিছুক্ষণ পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশের নিকট এই অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করেছে পুলিশ। অভিযুক্তরা শহরের নূরীপাড়া ও নাজিরা পাড়ার ছেলে বলে জানা গেছে।
আরএক্স/