শিক্ষা মন্ত্রণালয়ে বোমা হামলায় প্রাণ গেলো ১২ জনের


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬:৫৩ পূর্বাহ্ন, ৩০শে অক্টোবর ২০২২


শিক্ষা মন্ত্রণালয়ে বোমা হামলায় প্রাণ গেলো ১২ জনের
ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে শিক্ষা মন্ত্রণালয়ে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে শনিবার (২৯ অক্টোবর) বহু মানুষ নিহত বা আহত হয়েছে, পুলিশ ও রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে।


বিস্ফোরণের পিছনে কারা ছিল তা জানা যায়নি তবে ইসলামপন্থী গোষ্ঠী আল শাবাব প্রায়শই মোগাদিশু এবং অন্যান্য জায়গায় বোমা হামলা এবং বন্দুক হামলা চালায়।


পুলিশ ক্যাপ্টেন নুর ফারাহ বলেন, "দুটি বোমা গাড়ি মন্ত্রণালয়ের দেয়ালে আঘাত হানে। প্রথম বিস্ফোরণটি মন্ত্রণালয়ে আঘাত হানে তারপর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকেরা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য জড়ো হয়।


মন্ত্রণালয়ের পাহারা দিচ্ছিলেন একজন পুলিশ কর্মকর্তা বলেছেন,কমপক্ষে ১২ টি মৃতদেহ এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন।


বিস্ফোরণস্থলের কাছাকাছি একজন সাংবাদিক ছিলেন তিনি বলেন, দুটি বিস্ফোরণ পরস্পরের কয়েক মিনিটের মধ্যে ঘটে এবং আশেপাশের জানালার কাঁচ ভেঙে যায়।


আল কায়েদা-সহযোগী আল শাবাব, যেটি এক দশকেরও বেশি সময় ধরে সোমালিয়ায় লড়াই করছে, কেন্দ্রীয় সরকারকে পতন করতে এবং শরিয়া আইনের কঠোর ব্যাখ্যার ভিত্তিতে নিজস্ব শাসন প্রতিষ্ঠা করতে চাইছে।



সূত্র:রয়টার্স 


এইচআর/