ফের লকডাউনের কবলে চীন


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২২


ফের লকডাউনের কবলে চীন
ছবি: বিবিসি

চীনে আবারও লকডাউনের কড়াকড়ি। স্থানীয়ভাবে কয়েকজনের শরীরে করোনা শনাক্তের পর দেশটির সাংহাইয়ের ডিজনি পার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। পর্যটকদের কাছে বহুল আকর্ষণীয় এই থিম পার্কটি সোমবার (৩১ অক্টোবর) আকস্মিকভাবে বন্ধ করে দেওয়া হয়।


এরপরই পার্কটির ভেতরে অবস্থান করা সকল দর্শনার্থী আটকে পড়েন। করোনা নেগেটিভ টেস্ট ছাড়া তাদেরকে পার্কের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। মঙ্গলবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


এতে বলা হয়েছে, গত শনিবার সাংহাইয়ে স্থানীয়ভাবে ১০ জনের করোনা শনাক্তের পর লকডাউন জারি করা হয় এবং সোমবার পার্কটি বন্ধ করে দেওয়া হয়। আটকে পড়া দর্শনার্থীদের বলা হয়েছে, কোভিড পরীক্ষার নেতিবাচক রিপোর্ট না দেখানো পর্যন্ত তাদের থিম পার্কের বাইরে যেতে দেওয়া হবে না।

জেবি/ আরএইচ/