সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: পুতিন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১:৩২ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২২
ইউক্রেনের সঙ্গে করা শস্য রফতানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার সমুদ্রে নৌ চলাচলের নিরাপত্তার নিশ্চয়তা দিতে ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন।
একটি নিরাপদ শিপিং করিডোরকে ইউক্রেনের অপব্যবহারের অভিযোগ তুলে মস্কো এ চুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয়। খবর এএফপির।
পুতিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ইউক্রেনকে অবশ্যই নিশ্চয়তা দিতে হবে যে সেখানে বেসামরিক জাহাজের নিরাপত্তার জন্য কোনো হুমকি থাকবে না।’
তিনি রাশিয়ার ক্রিমিয়া নৌ-বহরে হামলার জন্য এ করিডোর ব্যবহার করার অভিযোগ করেন কিয়েভের বিরুদ্ধে। বলেন, এই ব্যাপারটিই মস্কোকে ইউক্রেনের খাদ্য রফতানির অনুমতি দেওয়ার চুক্তিটি স্থগিত করতে প্ররোচিত করে।
পুতিন বলেন, ‘কৃষ্ণ সাগরে নৌ-বহর লক্ষ্য করে ইউক্রেন এই হামলা চালায়। সেখানে তারা আমাদের জাহাজ ও বেসামরিক নৌযানগুলোকে বিপদের মুখে ফেলে দেয়।’
জেবি/ আরেএইচ/