পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:০৪ পূর্বাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২২
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামাবাদ অভিমুখে লংমার্চ চলাকালীন গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে গুলিবিদ্ধ হন ইমরান খান।
বিষয়টি নিশ্চিত করেছে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ।
জানা গেছে, ইমরানের ডান পায়ে গুলি লেগেছে। এদিকে আরও জানা গেছে, হামলাকারীকে সাথেসাথেই গ্রেফতার করা হয়েছে।
আরও জানা গেছে, ইমরানকে ইতমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় আরও বেশকয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ডন।
জেবি/ আরএইচ/