দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইমরান


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯:১৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২২


দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ইমরান
ছবি: সংগৃহীত

পাকিস্তানে উত্তেজনা বেড়েছে যখন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে হত্যার ষড়যন্ত্রের জন্য ‘সরকার ও এর পরিচালনাকারীদের’দোষারোপ করেন।


শুক্রবার (৪ নভেম্বর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের শওকত খানম হাসপাতাল থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইমরান খান বলেন, ‘দাসত্বের শৃঙ্খলে বন্দি একটি জাতি কখনও কারো সম্মান পায় না, কোনো উন্নতিও করতে পারে না।’


‘পাকিস্তানকে একটি আত্মমর্যাদাসম্পন্ন দেশ হিসেবে বিশ্বে পরিচিতি দিতে যে আন্দোলন জনগণ শুরু করেছে, তা অব্যাহত থাকবে এবং শারীরিকভাবে খানিকটা সুস্থ হয়ে উঠেই আমি ফের তাতে যোগ দেব।’


বন্দুক হামলার এক দিন পর শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ অভিযোগ করেছেন ইমরান। লাহোর শহরের হাসপাতালে একটি বিস্ময়কর বক্তৃতা দেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। হুইলচেয়ারে বসে থাকা অবস্থায়, ক্রিকেট তারকা-রাজনীতিবিদ তিনজন সিনিয়র ব্যক্তিত্বকে হামলার পেছনে দায়ী বলে উল্লেখ করেছেন।


ক্ষমতাসীন দল পিএমএল-এন এই পরিকল্পনার পেছনে কাজ করেছে দাবি করে ইমরান বলেছেন, ‘প্রথমে তারা আমার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ আনলো তারপর তারা গোপন বার্তা তৈরি করে সেগুলো প্রকাশ করলো এবং পিএমএল-এন এটি ছড়িয়ে দিলো।’


পিটিআইয়ের নেতা অভিযোগ করেন, হামলার পরপর তার দলের পক্ষ থেকে থানায় এফআইআর করার জন্য যাওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকেই এটি নিতে অস্বীকার করছিল। তাদের ভয়ের কারণ ছিল ‘অনেক প্রতিষ্ঠানই আইনের ঊর্ধ্বে।’


এইচআর/