Logo

টাইব্রেকারে কপাল পুড়লো রোনালদোদের

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
12Shares
টাইব্রেকারে কপাল পুড়লো রোনালদোদের
ছবি: সংগৃহীত

মিডলসবরোর বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০তম মিনিটেই এগিয়ে যেতে পারতো ত...

বিজ্ঞাপন

মিডলসবরোর বিপক্ষে টানা ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০তম মিনিটেই এগিয়ে যেতে পারতো তারা। কিন্তু পেনাল্টি মিস করে বসেন রোনালদো।

পাঁচ মিনিট বাদেই অবশ্য ম্যানইউর আক্ষেপ ঘুচান জ্যাডন সানচো। ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টে তিনি এগিয়ে দেন দলকে। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে মিডলসবরো। ৬৪তম মিনিটে গোল করেন ম্যাট ক্রুকস। এরপর বেশ কয়েকটি পরিবর্তন এনেও কাক্সিক্ষত গোলের দেখা পায়নি ম্যানইউ।

বিজ্ঞাপন

পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচ শটেই গোল করে উভয় দল। এমনকি পঞ্চম ও ষষ্ঠ শটেও লেভেল থাকে স্কোরলাইন। কিন্তু সপ্তম শট মিস করে বসেন ম্যানইউর অ্যান্থনি এলাঙ্গা। এরপর মার্টিন পায়েরোর লক্ষ্যভেদে আনন্দে ভাসে মিডলসবরো। ১২ বারের চ্যাম্পিয়ন ম্যানইউ পুড়ে ছিটকে যাওয়ার বেদনায়।

নির্ধারিত ৯০ মিনিটে ছিল ১-১ সমতা। অতিরিক্ত ৩০ মিনিটেও ব্যবধান গড়তে পারেনি কেউ। ফলে টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় নামে দু’দল। সেখানে ৮-৭ গোলে ম্যানইউকে পরাজিত করে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগের দল মিডলসবরো।

এসএ/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD