‘৩৬৫ ডেইজ’ অভিনেতার সঙ্গে জুটি বাঁধলেন জ্যাকুলিন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২

‘৩৬৫
ডেইজ’ খ্যাত ইতালিয়ান অভিনেতা ও গায়ক মাইকেল মোরনের সঙ্গে জুটি
বাঁধলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ।
একটি
মিউজিক ভিডিওতে একসঙ্গে দেখা যাবে তাদেরকে।
মিউজিক ভিডিওটির নাম ‘মুর মুর কে’। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। জ্যাকুলিন নিজেই পোস্টারটি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। গানটির মাধ্যমে ভারতীয় ইন্ডাস্ট্রিতে অভিষেক করতে যাচ্ছেন এই ইতালীয় তারকা।
‘মুর মুর কে’
গানটির গীতিকার ও সুরকার টনি কক্কর। নেহা কক্করও কণ্ঠ দিয়েছেন। এর কোরিওগ্রাফি করেছেন
শক্তি মোহন। আগামী ১২ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে গানটি।
‘৩৬৫ ডেইজ’
পোলিশ লেখক ব্ল্যাঙ্কা পিলিনস্কার লেখা ‘ট্রিলজি’ বইয়ের অবলম্বনে তৈরি করা ‘ইরোটিক ড্রামা’
ঘরানার সিনেমা। পুরো বিশ্বে সিনেমার মূল চরিত্র মাইকেল মোরোনকে নিয়ে মাতামাতি হলেও
অনেকেই অশ্লীলতার দায়ে সিনেমাটি নিষিদ্ধ করার জন্য দাবি তুলেছিলেন। নেটফ্লিক্সে দুটি
সিকুয়েল আসছে সিনেমাটির।
ওআ/