ইংল্যান্ডকে হারিয়ে যুবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ইংল্যান্ডকে হারিয়ে যুবা বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত। বাংলাদেশ সময় শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগুয়ার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।  এ নিয়ে রেকর্ড পাঁচবার যুব বিশ্বকাপ শিরোপা জিতল ভারত অনূর্ধ্ব-১৯ দল।

টস জিতে ব্যাট করতে নামা ইংলিশ যুবাদের এলোমেলো করে দেন ভারতের পেসাররা। ৯১ রানেই ইংল্যান্ডের ৭ উইকেট তুলে নেয় ভারত। শেষ পর্যন্ত ৪৪.৫ ওভারে ১৮৯ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। বল হাতে ভারতের রাজ বাওয়া ৯.৫ ওভারে ১ মেডেনসহ ৩১ রান দিয়ে ৫টি উইকেট নেন। ৯ ওভার বল করে ১ মেডেনসহ ৩৪ রান দিয়ে ৪টি উইকেট নেন রবী কুমার।

জবাবে ব্যাট করতে নেমে ভারতেরও শুরুটা প্রত্যাশামাফিক হয়নি। ৯৭ রান তুলতেই তারা হারিয়ে বসেছিল ৪ উইকেট। সেখান থেকে শেখ রশিদ ও নিশান্ত সিন্ধুর ব্যাটে ভর করে ১৯০ রানের জয় তুলে নেয় ভারত। ৪ উইকেট ও ১৪ বল হাতে রেখে জয় তুলে নেয় ভারতের যুবারা। বল হাতে ইংল্যান্ডের জসুয়া বয়ডেন, জেমস সেলস ও থমাস আসপিনওয়াল ২টি করে উইকেট নেন।

ফাইনালে ম্যাচসেরা হন ভারতের রাজ বাওয়া। 

এসএ/