উগান্ডায় বর্ষবরণ উদযাপনে পদদলিত হয়ে প্রাণ গেল ৯ জনের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪:৪০ পূর্বাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩
উগন্ডার রাজধানীতে কাম্পালায় একটি শপিং মলে বর্ষবরণ উদযাপনের সময় পদদলিত হয়ে ৯ জনের প্রাণহানি হয়েছে। এতে আরও অনেকে আহত হয়েছেন।
রবিবার (১ জানুয়ারি) স্থানীয় পুলিশের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফ পি।
এ প্রসঙ্গে পুলিশের মুখমাত্র লুক ওওইয়েসিগিয়ার বলেছেন, 'কাম্পালার ফ্রিডম সিটি মলের বাইরে আতশবাজি চলাকালে একটি পদদলনের ঘটনা ঘটে। যার ফলে তাৎক্ষণিকভাবে পাঁচজন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়।'
জরুরী পরিষেবাকর্মীরা ঘটনা স্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে মোট ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হয়।
জেবি/এসবি