মেক্সিকোর কারাগারে বন্দুকধারীদের হামলা, নিহত ১৪


Janobani

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৩


মেক্সিকোর কারাগারে বন্দুকধারীদের হামলা, নিহত ১৪
মেক্সিকোয় কারাগারে সশস্ত্র হামলা

মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি কারাগারে বন্দুকধারীদের হামলায় ১৪ জনের প্রাণহানি হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে ৪ জন বন্দি ও ১০ জন কারারক্ষী রয়েছে।  অন্তত ২৪ জন পালিয়ে গেছেন


রবিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে মেক্সিকোর উত্তরাঞ্চলের সিউদাদ জুয়ারেজ শহরের এ কারাগারটিতে হামলার ঘটনা ঘটে।


কারগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের প্রসিকিউটরের কার্যালয় । তাদের এক বিবৃতিতে বলা হয়, কয়েকটি গাড়িতে করে বেশ কয়েকজন বন্দুকধারী হামলায় অংশ নেন।


হামলার একপর্যায়ে বন্দিরাও নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই কারাগারে বিভিন্ন অপরাধী দল ও মাদক চক্রের সদস্যরা রয়েছেন।


কী কারণে এ হামলা চালানো হয়েছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


জেবি/এসবি