লুন্ঠিত আনাসার সদস্যদের অস্ত্র-গুলি উদ্ধার,১০ ডাকাত গ্রেফতার
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৩:৩৩ পূর্বাহ্ন, ৩রা জানুয়ারী ২০২৩
নরসিংদী বড় বাজার বণিক সমিতির আনসার ক্যাম্প হইতে ডাকাত কর্তৃক লুন্ঠনকৃত দুটি শটগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নরসিংদী জেলা পুলিশ।
সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২ টায় পুলিশ সুপার কর্যালয়ে সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। অস্ত্র লুটের ঘটনায় দেশের বিভিন্ন জেলা থেকে দশ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শরীয়তপুর জেলার আনোয়ার দেওয়ান (৪২) পিতা- মোহাম্মদ দেওয়ান, মোঃ দেলোয়ার খলিফা( ৩৭)পিতা সিরাজ খলিফা, মাদারীপুর জেলার কালু হাওলাদার (৩৮)পিতামৃত ফজলু হাওলাদার, মো ফরিদ হাওলাদার(৪৫) পিতামৃত ফজলু হাওলাদার, মো ফারুক খা (২১) পিতা আব্দুর রব খা, বাগেরহাট জেলার শেখ আল মামুন (৩২) পিতা শেখ আব্দু্ল মালেক, আনোয়ার হোসেন (৫৭) পিতা মৃত শেখ মহিউদ্দিন, ব্রাহ্মণ বাড়িয়া জেলার মোঃ শফিকুল ইসলাম (২৭) পিতামৃত আহিদ মিয়া, শরীয়তপুর জেলার মতি খলিফা(৪২) পিতা মৃত সিরাজ খলিফা, মোসাঃ আলেয়া বেগম(৪৫) স্বামী মৃত নুরুদ্দীন মোড়ল।
প্রেস ব্রিফিং এ আরো জানান, গত ২৬ডিসেম্বর রাত্র ১০.০০ ঘটিকার দিকে নরসিংদী বড় বাজার বণিক সমিতির আনসার ক্যাম্প হইতে প্রতিদিনের ন্যায় ০৪ জন আনসার সদস্য তাদের নামে ইস্যুকৃত ০৪টি শটগান ও ২০ রাউন্ড গুলি নিয়ে নরসিংদী বড় বাজারের নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল। ডিউটি চলাকালিন সময় ২৭ ডিসেম্বর রাত্র অনুমান ০৯:৩০ ঘটিকার সময় নরসিংদী বড়বাজারস্থ পেয়াজ-পট্রির কাছে পৌছিলে ১৭/১৮ জন দুষ্কৃতিকারী তাদেরকে বিভিন্ন আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে ০২ জন আনসার সদস্যদের নিকট হইতে ০১টি শটগান ও ১০ রাউন্ড গুলি নিয়ে আনসার সদস্যদের দুই হাত পিছনে বেধে রেখে বেরিবাধ দিয়ে চলে যায়। পরবর্তীতে উক্ত বিষয়ে লুৎফর নাহার লতিফা ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা নরসিংদী সদর উপজেলা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করে।
ঘটনার পরপরেই নরসিংদী জেলার পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) এর তত্বাবধানে ও দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার অর্নিবান চৌধুরী এবং অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার) এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও তথ্য প্রযুক্তি গোপনসূত্রে নরসিংদী, মুন্সিগঞ্জ, ব্রাহ্মনবাড়ীয়া, শরীয়তপুর, মাদারীপুর, বাগেরহাট, খুলনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া আন্ত: জেলা ডাকাত চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেন এবং আনসার সদস্যদের লুষ্ঠিত অস্ত্র ও গুটি ডাকাত মিজান এর মামার বাড়ী হইতে উদ্ধার করেন।
আরএক্স/